ঢাকা, মঙ্গলবার   ১৪ মে ২০২৪

গৃহবধূকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২ 

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ২০:৪২, ৩ অক্টোবর ২০২২

নিখোঁজ স্বামীর খোঁজ দেওয়ার কথা বলে কৌশলে বাড়িতে প্রবেশ করে নওগাঁর এক গৃহবধূকে জোর করে ধর্ষণ ঘটনা ঘটেছে। এ ঘটনায় দায়েরকৃত মামলার দুই আসামী মো. রাকিব (১৯) ও মো. তারেক (২০)কে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

সোমবার সকালে পাবনা জেলার সদর উপজেলার দুককুলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে র‌্যাব-৫, নাটোর সিপিসি-২ এর সদস্যরা। ওইদিন দুপুরে তাদের নওগাঁ সদর মডেল থানায় সোর্পদ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে রাকিব পাবনা জেলার আতাউকুলা উপজেলার পীরপুর গ্রামের শুকুর আলীর ছেলে ও তারেক একই জেলার গয়েশপুর গ্রামের ফরজ আলীর ছেলে।  

র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন জানান, নওগাঁ সদর উপজেলার বাঙ্গাবাড়িয়া মহল্লায় বসবাসরত ভিকটিম তার স্বামীকে প্রায় দেড় মাস ধরে কোন খোঁজ পাচ্ছিলেন না। এই অবস্থায় ভিকটিম তার স্বামীর বন্ধু রাকিবকে জানায়। রাকিব স্বামীর খোঁজ পাওয়া গেছে বলে গত ১৬ আগষ্ট সকাল ১০টার দিকে তারেককে সঙ্গে নিয়ে পাবনা থেকে নওগাঁর বাঙ্গাবাড়িয়া মহল্লার ভিকটিমের ভাড়া বাসায় আসে তারা। ওই দুই যুবক কৌশলে ভিকটিমের শয়ন ঘরে প্রবেশ করে কথা বার্তার একপর্যায়ে কৌশলে টাইগার (কোমল পানীয়) এর ভেতরে ঘুমের ওষুধ দিয়ে ভিকটিমকে খাওয়ায়। ভিকটিমের ঘুম ঘুম ভাব আসলে তাদের মধ্যে রাকিব ভিকটিমকে জোরপূবর্ক ধর্ষণ করে। এরপরে তারেক ভিকটিমকে ধর্ষণের চেষ্টা করার সময় স্থানীয় লোকজন টের পেয়ে সেখানে উপস্থিত হলে ওই দুই যুবক কৌশলে দৌড়ে পালিয়ে যায়। 

এসময় স্থানীয় লোকজন প্রায় অচেতন অবস্থায় ভিকটিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য নওগাঁর সদর হাসপাতালে ভর্তি করে। পরে ভিকটিম ওই দুই যুবককে আসামী করে নওগাঁ সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। মামলা প্রেক্ষিতে র‌্যাব পলাতক অবস্থায় সোমবার ওই আসামীদের গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীদ্বয় ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণ ও ধর্ষণ চেষ্টা করার বিষয়টি র‌্যাবের কাছে স্বীকার করেছে বলে তিনি জানান।

এ ব্যাপারে নওগাঁ সদর মডেল থানার ওসি ফয়সাল বিন আহসান জানান, আসামীদের দুপুরে জেল হাজতে পাঠানো হয়েছে।
কেআই//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি